শুক্রবার, ৫ জুলাই, ২০১৯

পদ্য - ১

যে পথে হাঁটা হয় তাই নয় পথ।
সব পথ বয়ে নেয় জীবনের রথ।
যে নামে ডাকা হয় তাই নয় নাম।
নাম আর নামহীন দুটিই সমান।

নামহীন হল পরমসত্য।
আর নাম হল পরমভিত্তি।
সকল কিছুর সূচনা, জীবনের গতি।

বাসনা মুক্ত হলে বুঝতে পারবে এর রহস্য।
আর বাসনায় আচ্ছন্ন হলে অনুভব করবে শুধু বাসনা।

রহস্য আর বাসনার উৎস একই,
উৎসের নাম আঁধার।

আঁধারের মাঝে আঁধার, সকল জ্ঞানের সূচনা।

[২৩ সেপ্টেম্বর ২০১৮  ০১:৩৬]

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পূর্ন বই ডাউনলোড করতে..

তাও তে চিং (মহান পথ..), চীনের প্রসিদ্ধ ধর্ম তাওবাদ-ধর্ম কিংবা তাওবাদ দর্শনের সূচনা এখান থেকেই। বইয়ের মূল লেখক হিসেবে ধারণা করা হয় লাওজি/লাও...