শনিবার, ৭ ডিসেম্বর, ২০১৯

পদ্য - ৮১

সত্য বাক্যে থাকে না মনের মাধুরী,
মিথ্যা বাক্য করে শব্দের বাহাদুরী।
জ্ঞানীরা কখনো খুঁজে না অন্যের দোষ,
যারা দোষ খুঁজে তারা জ্ঞানী নয়, ভণ্ডের দল, মুখে জ্ঞানের মুখোশ।
ইচ্ছে যার জানার, মুখস্থের বাসনা থাকেনা তার,
মুখস্থের লক্ষ্য যার, নেই বাসনা জানার।
জ্ঞানী সমস্ত বিশ্বকে- দেখে নিজের মাঝে,
থাকেন না আবদ্ধ তাই ক্ষণিক স্মৃতির ভাজে।
যত তিনি দেন, আরো বেশি পান, জ্ঞানের সাগর,
অপরের সেবায় খুঁজে পান সব, নতুন আলোর ভোর।
স্বতঃস্ফূর্ত ভাবে জবরদস্তি ছাড়াই জগৎকে ধারণ করে- এ মহান পথ,
প্রভাবিত না করেই জ্ঞানী নেতৃত্ব দেন- এ জীবনের রথ।


০৭ ডিসেম্বর ২০১৯  ০৪:৫৮


এই পদ্যের মধ্য দিয়ে শেষ হল সম্পূর্ণ তাও তে চিং (মহান পথ...) বইটির অনুবাদ। সবাইকে অসংখ্য ধন্যবাদ।

1 টি মন্তব্য:

সম্পূর্ন বই ডাউনলোড করতে..

তাও তে চিং (মহান পথ..), চীনের প্রসিদ্ধ ধর্ম তাওবাদ-ধর্ম কিংবা তাওবাদ দর্শনের সূচনা এখান থেকেই। বইয়ের মূল লেখক হিসেবে ধারণা করা হয় লাওজি/লাও...