শুক্রবার, ১২ জুলাই, ২০১৯

পদ্য - ৬

অন্তহীন সৃষ্টি
অন্তহীন স্পন্দন
অসীম শক্তি যার ক্ষয় নেই
তাকে বলা হয় লুকানো সত্তা
যদিও সে আছে জগৎ জুড়ে।
তার নিঁখুত পবিত্রতা কখনো নষ্ট হবার নয়।
যদিও সে অগণিত অবস্থায় বিরাজ করে
তার সত্য পরিচয় সুরক্ষিতই থাকে
তুমি সেটা দেখো আর না দেখো কিছু যায় আসে না
অস্তিত্ব থাকুক বা না থাকুক
সে অসীম সত্তার সৃষ্টি ছাড়া আর কিছুই না
এ পথ হলো সীমাহীন, অনন্ত
এটাই একমাত্র লুকানো সত্তার হদিস দিতে পারে
সে অক্ষয়ের প্রতিচ্ছবি
অনন্তের দরজা
তার বাণী শোন
সকল সৃষ্টির মাঝে যার প্রতিধ্বনি বাজে
কোন ব্যর্থতা ছাড়াই সে টিকে আছে
সে আমাদের দেয় পরিপূর্ণতা।

২৬ সেপ্টেম্বর ২০১৮ ১৮:৫৬

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পূর্ন বই ডাউনলোড করতে..

তাও তে চিং (মহান পথ..), চীনের প্রসিদ্ধ ধর্ম তাওবাদ-ধর্ম কিংবা তাওবাদ দর্শনের সূচনা এখান থেকেই। বইয়ের মূল লেখক হিসেবে ধারণা করা হয় লাওজি/লাও...