শুক্রবার, ১২ জুলাই, ২০১৯

পদ্য - ৩

যদি মানুষের কাছে অতিরিক্ত প্রত্যাশা করা হয়
তাদের মন শক্তি হারায়
যদি সব তাদের নাগালের বাইরে চলে যায়
তারা অসৎ পথে যায়

জ্ঞানী এমনটা চায়না,
তার নেতৃত্ব মনকে করে প্রসারিত
তাদের দেহ-মনের চাহিদা মিটিয়ে,
ভোগের বাসনা দমন করে,
আর মিথ্যাকে ধ্বংস করে, সুবাসে সুরভিত।
তার সাহায্যে হৃদয় সকলের সাথে মিলিয়ে যায়,
মানুষ জানতে পারে, তাদের মন কি চায়।
আর তারা দ্বিধায় ভুগে, যারা ভাবে সবই জানে।

সে মানুষকে ভোগমুক্তির পথ দেখায়
যা আছে তাতেই সন্তুষ্ট হতে বলে
মানুষের হৃদয় যখন সততায় পূর্ণ হয়, কে তাদের বিপথে নিতে পারে?
আর কোন চেতনাই বা তাদের ছাইয়ের গাদায় ছুড়ে ফেলে?
যখন কেউ সঠিক পথে যায়, নিজেকে সবার সাথে মিশিয়ে
হৃদয় খুঁজে পায় তার সর্বোত্তম স্থান।

২৫ সেপ্টেম্বর ২০১৮, ০০:০৭

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পূর্ন বই ডাউনলোড করতে..

তাও তে চিং (মহান পথ..), চীনের প্রসিদ্ধ ধর্ম তাওবাদ-ধর্ম কিংবা তাওবাদ দর্শনের সূচনা এখান থেকেই। বইয়ের মূল লেখক হিসেবে ধারণা করা হয় লাওজি/লাও...