তীব্র আবেগ: ভালবাসা, কামনা, ঘৃণা
বয়ে আনে মৃত্যুর বাণী।
শান্ত হৃদয় আর সাহসিকতা, আনে নতুন জীবন
অনেক অনেক দামী।
এই দুইয়ের মাঝে: একটি উপকারী, অপরটি সর্বনাশ।
কোনটি স্বর্গীয় নয়, তাই বা কে জানে?
এ মহান পথ কখনো তর্কযুদ্ধে মাতে না, কিন্তু জয় করে সব
এটা কথা বলে না, কিন্তু দ্রুত সাড়া দেয়।
এটা আসমান থেকে নামে নি, প্রকৃতির নির্যাস।
এটা দেখতে ধোঁয়াশা, কিন্তু প্রকৃত জ্ঞানের প্রদর্শক।
এটি জালের মত, জড়িয়ে রেখেছে সমস্ত মহাবিশ্ব,
যদিও এর ছিদ্রগুলি বেশ প্রশস্ত, তবুও জড়িয়ে রাখে সব।
১১ জানুয়ারী ২০১৯ ০১:৫৮
বয়ে আনে মৃত্যুর বাণী।
শান্ত হৃদয় আর সাহসিকতা, আনে নতুন জীবন
অনেক অনেক দামী।
এই দুইয়ের মাঝে: একটি উপকারী, অপরটি সর্বনাশ।
কোনটি স্বর্গীয় নয়, তাই বা কে জানে?
এ মহান পথ কখনো তর্কযুদ্ধে মাতে না, কিন্তু জয় করে সব
এটা কথা বলে না, কিন্তু দ্রুত সাড়া দেয়।
এটা আসমান থেকে নামে নি, প্রকৃতির নির্যাস।
এটা দেখতে ধোঁয়াশা, কিন্তু প্রকৃত জ্ঞানের প্রদর্শক।
এটি জালের মত, জড়িয়ে রেখেছে সমস্ত মহাবিশ্ব,
যদিও এর ছিদ্রগুলি বেশ প্রশস্ত, তবুও জড়িয়ে রাখে সব।
১১ জানুয়ারী ২০১৯ ০১:৫৮
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন