শনিবার, ১৩ জুলাই, ২০১৯

পদ্য - ১১

আমরা শুধু চাকার গুনগান গাই
কিন্তু মাঝখানের শূন্যতাই চাকাকে চালায়।
কাদা-মাটি দিয়েই পাত্র বানাই
ব্যবহার করি মাঝখানের শূন্যতাই
কাঠ গেঁথে তৈরী হয় ঘর
এর শূন্যতার মাঝেই আমাদের বসবাস
আমরা অস্তিত্বের জন্যই কাজ করি
তবে অনস্তিত্বতাই ব্যবহার করি।

০৫ অক্টোবর ২০১৮ ২১:২৬


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পূর্ন বই ডাউনলোড করতে..

তাও তে চিং (মহান পথ..), চীনের প্রসিদ্ধ ধর্ম তাওবাদ-ধর্ম কিংবা তাওবাদ দর্শনের সূচনা এখান থেকেই। বইয়ের মূল লেখক হিসেবে ধারণা করা হয় লাওজি/লাও...