শনিবার, ১৩ জুলাই, ২০১৯

পদ্য - ১২

রঙের ঝলক চোখকে করে অন্ধ
শব্দ মিছিল কানকে করে বধির
তীব্র সুবাস নষ্ট করে স্বাদ
চিন্তার মিছিল দুর্বল করে মন
ভোগ-বাসনা ধ্বংস করে হৃদয়

জ্ঞানী সমস্ত বিশ্বকে দেখে
কিন্তু বিশ্বাস করে শুধু মনের দেখা
তার দুয়ারে সবার জন্য খোলা
তার হৃদয় আকাশের মত বিশাল।

০৬ অক্টোবর ২০১৮ ০২:৫১

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পূর্ন বই ডাউনলোড করতে..

তাও তে চিং (মহান পথ..), চীনের প্রসিদ্ধ ধর্ম তাওবাদ-ধর্ম কিংবা তাওবাদ দর্শনের সূচনা এখান থেকেই। বইয়ের মূল লেখক হিসেবে ধারণা করা হয় লাওজি/লাও...