রবিবার, ৪ আগস্ট, ২০১৯

পদ্য - ২৪

আঙুলের ডগায় ভর দিয়ে বেশিক্ষণ
দাঁড়িয়ে থাকা যায় না নিশ্চয়ই
এগিয়ে যাওয়াও সম্ভব নয়।
যে নিজেকে নিয়ে মেতে থাকে
সে নিজের মাঝেই আটকে যায়
যে নিজের কথাই বলতে থাকে
সে নিজেকেই জানে না সে কে।
যে অন্যদের ক্ষমতা দিয়ে বেড়ায়,
কিছুই করতে পারেনা আপন ক্ষমতায়।
যে নিজের কাজকেই বড় ভাবে,
সে কিছুই পায় না কাজের মাঝে।

তুমি যদি মহান পথে চলতে চাও
তবে প্রস্তুতি নাও, আর এগিয়ে যাও।

১৭ অক্টোবর ২০১৮ ২২:০৮

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পূর্ন বই ডাউনলোড করতে..

তাও তে চিং (মহান পথ..), চীনের প্রসিদ্ধ ধর্ম তাওবাদ-ধর্ম কিংবা তাওবাদ দর্শনের সূচনা এখান থেকেই। বইয়ের মূল লেখক হিসেবে ধারণা করা হয় লাওজি/লাও...