রবিবার, ৪ আগস্ট, ২০১৯

পদ্য - ২৫

মহাবিশ্ব সৃষ্টির আগে সেখানে নিখুঁত কিছু ছিল।
নিস্তব্ধ । শূন্যতা।
অনন্য। অপরিবর্তনীয়।
অসীম সময় জুড়ে, সেখানে সময়ও ছিলনা।
মহান পথ মহাজগতের জন্মদাত্রী মা।
কী নামে একে ডাকবো?
কোন নামই এর জন্য নিখুঁত নয়,
তাই একে "পথ" নামে ডাকলাম।

সকল কিছুর ভেতর-বাহিরে এর প্রবাহ।
সকল কিছুর আদি এবং অন্ত।
জন্ম, জীবন আর মৃত্যুর এক আবহ।

"পথ" মহান।
মহাবিশ্ব মহান।
পৃথিবী মহান।
মানুষ মহান।
এই চারটিকে বলা হয় পবীত্র শক্তি।

মানুষ অনুসরণ করে পৃথিবীকে,
পৃথিবী অনুসরণ করে মহাবিশ্বকে,
মহাবিশ্ব অনুসরন করে মহান পথ কে,
আর এই পথ শুধু নিজেকেই অনুসরন করে।

২১ অক্টোবর ২০১৮ ০১:৫৯

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পূর্ন বই ডাউনলোড করতে..

তাও তে চিং (মহান পথ..), চীনের প্রসিদ্ধ ধর্ম তাওবাদ-ধর্ম কিংবা তাওবাদ দর্শনের সূচনা এখান থেকেই। বইয়ের মূল লেখক হিসেবে ধারণা করা হয় লাওজি/লাও...