বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০১৯

পদ্য - ৩৬

যদি সঙ্কুচিত করতে চাও,
আগে প্রসারিত হতে দাও।
যদি  দূরে সরাতে চাও,
তবে তা কাছে আসতে দাও।
যদি কিছু পেতে চাও,
প্রথমে কিছু দিয়ে দাও।
একে বলা হয় তাল মিলিয়ে চলা,
সব এক নিয়মে প্রবাহিত।

কোমলতাই কঠোরতা কে জয় করতে পারে
ধীরস্থিরতা জয় করে অস্থিরতা।
তুমি কিভাবে কাজ করছো তা বলে বেড়ানোর কী দরকার?
মানুষ শুধু ফল দেখতে চায়, তাই দেখাও।


০৮ নভেম্বর ২০১৮ ১৯:১৪

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পূর্ন বই ডাউনলোড করতে..

তাও তে চিং (মহান পথ..), চীনের প্রসিদ্ধ ধর্ম তাওবাদ-ধর্ম কিংবা তাওবাদ দর্শনের সূচনা এখান থেকেই। বইয়ের মূল লেখক হিসেবে ধারণা করা হয় লাওজি/লাও...