মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০১৯

পদ্য - ৬১

একটি মহান দেশ অনেকটা নদীর স্রোতের মত,
এর জলধারায় মিশে একাকার হয়ে যায় যা আছে যত।
এটা এমন এক স্থান যেখানে সবাই এসে আশ্রয় নিতে পারে।
সমস্ত বিশ্বকে সে সাদরে গ্রহন করে।
নিরহংকার অহংকারের চেয়ে মহান।
স্থিরতা গতির চেয়ে স্থায়ী, চির মহীয়ান।
নিরহংকার দেশ তার প্রতিবেশীদের আপন করে নেয়।
নমনীয়তা কঠোরতাকে জয় করে নেয়।
জ্ঞানী সর্বদা জনতার উন্নয়ন কামনা করে।
জনতা চলতে চায় জ্ঞানীর পথ ধরে।
জ্ঞানী তার দরজা সবার জন্য খুলে রাখে।
সবাই সমান, একই চোখে তাদের দেখে।
জ্ঞানী শ্রদ্ধা করে মানুষদের,
মানুষগণ সম্মান করে জ্ঞানীকে,
এর মাঝেই স্থাপিত হয় মহানুভবতা।


০৯ নভেম্বর ২০১৮ ০০:৫৬

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পূর্ন বই ডাউনলোড করতে..

তাও তে চিং (মহান পথ..), চীনের প্রসিদ্ধ ধর্ম তাওবাদ-ধর্ম কিংবা তাওবাদ দর্শনের সূচনা এখান থেকেই। বইয়ের মূল লেখক হিসেবে ধারণা করা হয় লাওজি/লাও...