মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০১৯

পদ্য - ৬২

মহান পথ সকল রহস্যের ধারক, ধারণ করে প্রকৃত সত্য।
জ্ঞানীদের কাছে মহামূল্যবান,
সাধারণের কাছে নিছকই অবহেলার বস্তু।

সুন্দর জ্ঞানপূর্ণ কথা অর্জন করতে পারে সম্মান,
কল্যাণময় ভাল কাজ নিয়ে আসে শ্রদ্ধা,
মহান পথের মাঝে সবই বিদ্যমান,
তবে কেউই এপথ জয় করতে পারে না।

তাই যখন নতুন নেতা নির্বাচন করবে,
তাকে সাহায্য করো না ধন-সম্পদ বা অভিজ্ঞতা দিয়ে
বরং তাকে সহায়তা করো এ পথের জ্ঞান বিলিয়ে।

প্রাচীন জ্ঞানীরা কেন এ পথকে এতটা বিশ্বাস করতেন?
কারণ তারা এ মহান পথের সাথে তাল মেলাতেন,
যখন তুমি জানতে চাইবে, তখন তুমি জানতে পারবে;
আর যখন তুমি ভুল করবে, তখন তুমি ক্ষমা পাবে।
এজন্য সবাই এটিকে ভালবাসে।


১৪ ডিসেম্বর ২০১৮ ০২:২২

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পূর্ন বই ডাউনলোড করতে..

তাও তে চিং (মহান পথ..), চীনের প্রসিদ্ধ ধর্ম তাওবাদ-ধর্ম কিংবা তাওবাদ দর্শনের সূচনা এখান থেকেই। বইয়ের মূল লেখক হিসেবে ধারণা করা হয় লাওজি/লাও...