মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০১৯

পদ্য - ৭০

আমার দেখানো এই পথের ছবি,
বুঝতে পারা আর সে পথে ভ্রমণ করা বেশ সহজ।
এরপরেও জগতের খুব কম মানুষ তা বুঝতে পারে,
এবং আরো কম লোকই সেখানে ভ্রমণ করে।

এই পথের উৎস অতি প্রাচীন,
আর এটাই অনুসরণ করে সমস্ত জগৎ।

মানুষের যদি এ সম্বন্ধে ধারণাই না থাকে, তবে কীভাবে আমায় চিনবে?
যারা আমার এই পথ অনুসরণ করে, তাদের সংখ্যা অনেক কম,
তারা পুরস্কৃত হয়,
হোক আমীর অথবা ফকির, এসব বিবেচ্য নয়।


০৮ জানুয়ারী ২০১৯ ১৩:০০

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পূর্ন বই ডাউনলোড করতে..

তাও তে চিং (মহান পথ..), চীনের প্রসিদ্ধ ধর্ম তাওবাদ-ধর্ম কিংবা তাওবাদ দর্শনের সূচনা এখান থেকেই। বইয়ের মূল লেখক হিসেবে ধারণা করা হয় লাওজি/লাও...