সেনাপতিগণ বলে থাকেন:
"আক্রমণ করার চেয়ে শত্রুর গতিবিধির উপর নজর রাখা শ্রেয়।
ঝাঁপিয়ে পড়ার আগে বাঘ যেমন নিজেকে গুটিয়ে নেয়,
তেমনি আক্রমনের আগে নিজেদের পূর্ণ প্রস্তুতি প্রয়োজন।"
একে বলা হয়,
না এগিয়েই এগিয়ে যাওয়া,
যুদ্ধ না করেই হটিয়ে দেওয়া।
যদি শত্রুকে দূর্বল ভাবো, তোমার মত দুর্ভাগা জগতে বিরল।
শত্রুকে তুচ্ছ ভাবার অর্থ হল, তোমার বদ্ধমূল ধারণা সে খারাপ।
এর মাধ্যমে তুমি তোমার তিনটি গুপ্ত সম্পদ ধ্বংস করলে,
আর নিজেই নিজের শত্রু হলে।
যখন দুইটি বৃহৎ বিপরীত সত্তা একে অপরের বিপরীতে যায়,
তারা কেউই বিজয়ী হয় না,
জয়ী হয় সেই, যার কোন শত্রু নেই।
০৮ জানুয়ারী ২০১৯ ১১:৫৮
"আক্রমণ করার চেয়ে শত্রুর গতিবিধির উপর নজর রাখা শ্রেয়।
ঝাঁপিয়ে পড়ার আগে বাঘ যেমন নিজেকে গুটিয়ে নেয়,
তেমনি আক্রমনের আগে নিজেদের পূর্ণ প্রস্তুতি প্রয়োজন।"
একে বলা হয়,
না এগিয়েই এগিয়ে যাওয়া,
যুদ্ধ না করেই হটিয়ে দেওয়া।
যদি শত্রুকে দূর্বল ভাবো, তোমার মত দুর্ভাগা জগতে বিরল।
শত্রুকে তুচ্ছ ভাবার অর্থ হল, তোমার বদ্ধমূল ধারণা সে খারাপ।
এর মাধ্যমে তুমি তোমার তিনটি গুপ্ত সম্পদ ধ্বংস করলে,
আর নিজেই নিজের শত্রু হলে।
যখন দুইটি বৃহৎ বিপরীত সত্তা একে অপরের বিপরীতে যায়,
তারা কেউই বিজয়ী হয় না,
জয়ী হয় সেই, যার কোন শত্রু নেই।
০৮ জানুয়ারী ২০১৯ ১১:৫৮
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন