শুক্রবার, ১৫ নভেম্বর, ২০১৯

পদ্য - ৪৭

ঘরের দুয়ার না খুলেই, খুলে ফেলা যায় মনের দুয়ার
সেখানে দেখা যায় সমস্ত জগৎ, জীবন বাহার।
এ মহান পথ পথে চলতে ঘরের নয়,
মনের দরজা খুলতে হয়।

যত বেশি জানবে,
তত রহস্যময় মনে হবে সব কিছু।

জ্ঞানী সে পথে পৌছায় স্বস্থানে থেকেই।
সেই মহান পথ দেখে, চোখ না খুলেই।
কাজ সম্পন্ন করে, কোন কিছু না করেই।


১৮ নভেম্বর ২০১৮ ২২:০৯

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পূর্ন বই ডাউনলোড করতে..

তাও তে চিং (মহান পথ..), চীনের প্রসিদ্ধ ধর্ম তাওবাদ-ধর্ম কিংবা তাওবাদ দর্শনের সূচনা এখান থেকেই। বইয়ের মূল লেখক হিসেবে ধারণা করা হয় লাওজি/লাও...