শুক্রবার, ১৫ নভেম্বর, ২০১৯

পদ্য - ৪৮

জ্ঞানের সাধনায় প্রতিদিনই নতুন কিছু যোগ হয়।
এই পথে জীবন চর্চায় প্রতিদিনই কিছু না কিছু বাদ যায়।
বাদ যেতে যেতে এমন অবস্থা হয় যখন আর কিছু থাকে না।
যখন কিছুই নেই,
তখন অসম্পূর্ণতাও নেই।

যখন কেউ নিঃস্বার্থ ভাবে কাজ করে
তার গৌরব অমলিন, তার কাছেই ফিরে আসে বারে বারে।
যখন কেউ নিজের উদ্দেশ্য সাধনের জন্য কাজ করে,
সেকাজে গর্বের কিছু থাকে না, হারিয়ে যায় চিরতরে।


১৮ নভেম্বর ২০১৮ ২২:২২

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পূর্ন বই ডাউনলোড করতে..

তাও তে চিং (মহান পথ..), চীনের প্রসিদ্ধ ধর্ম তাওবাদ-ধর্ম কিংবা তাওবাদ দর্শনের সূচনা এখান থেকেই। বইয়ের মূল লেখক হিসেবে ধারণা করা হয় লাওজি/লাও...