মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০১৯

পদ্য - ৬৩

কিছু না করেই সকল কাজের কর্তা।
কিছু না দিয়েও মহান দাতা।
অনুভুতি নেই তবুও অনুভব করে।
বিশালও হতে পারে আবার পরম ক্ষুদ্রতায় মিশে যেতে পারে।
এটা একের মাঝে অনেক আবার অনেকের মাঝে এক।
তোমার সকল কিছু এ পথের ছন্দে মিলিয়ে নাও।
এতে তোমার ইচ্ছেগুলি পরিণত হবে মূল্যবান সম্পদে,
আর হৃদয়ের যন্ত্রণা রূপান্তরিত হবে আশীর্বাদে।

মহান হবার জন্য জ্ঞানী জ্ঞান বিলায় না;
এজন্যই সে অর্জন করে মহানুভবতা।
যখন তার পথে ধেয়ে আসে দুর্বিপাক,
ছেয়ে যায় জীবন দুর্বিসহ জটিলতায়,
তখন সে থেমে যায় আর এর মাঝে সমর্পণ করে সব।
সে নিজের সুখের কথা ভাবে না,
তাই দুঃখও তার কাছে ঘেঁষতে পারে না।


১৪ ডিসেম্বর ২০১৮  ০২:৪৪

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পূর্ন বই ডাউনলোড করতে..

তাও তে চিং (মহান পথ..), চীনের প্রসিদ্ধ ধর্ম তাওবাদ-ধর্ম কিংবা তাওবাদ দর্শনের সূচনা এখান থেকেই। বইয়ের মূল লেখক হিসেবে ধারণা করা হয় লাওজি/লাও...