সুচারুভাবে দেশ পরিচালনার ক্ষেত্রে
মধ্যপন্থার চেয়ে ভালো আর কিছু নেই।
মধ্যপন্থী মানুষের বৈশিষ্ট্য হলো,
তার চিন্তা চেতনা উন্মুক্ত,
আকাশের মত উদার,
সূর্যালোকের মত দীপ্তিময়,
পর্বতের মত দৃঢ়,
বাতাসের মত নমনীয়, বিস্তৃত মনের দুয়ার।
তার দৃষ্টির নির্দিষ্ট সীমানা নেই,
সে সকল জ্ঞানই ব্যবহার করতে পারে,
তার পথেই পরিচালিত হয় জীবন, পরিপূর্ণতায়।
তার অসাধ্য কিছু নেই,
কারণ সবই তার পথে,
সে মানুষের কল্যাণে নিয়োজিত হতে পারে,
যেমন মা তার সন্তানের প্রতি দায়িত্বশীল।
০৯ ডিসেম্বর ২০১৮ ০০:৩২
মধ্যপন্থার চেয়ে ভালো আর কিছু নেই।
মধ্যপন্থী মানুষের বৈশিষ্ট্য হলো,
তার চিন্তা চেতনা উন্মুক্ত,
আকাশের মত উদার,
সূর্যালোকের মত দীপ্তিময়,
পর্বতের মত দৃঢ়,
বাতাসের মত নমনীয়, বিস্তৃত মনের দুয়ার।
তার দৃষ্টির নির্দিষ্ট সীমানা নেই,
সে সকল জ্ঞানই ব্যবহার করতে পারে,
তার পথেই পরিচালিত হয় জীবন, পরিপূর্ণতায়।
তার অসাধ্য কিছু নেই,
কারণ সবই তার পথে,
সে মানুষের কল্যাণে নিয়োজিত হতে পারে,
যেমন মা তার সন্তানের প্রতি দায়িত্বশীল।
০৯ ডিসেম্বর ২০১৮ ০০:৩২
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন