রবিবার, ১৭ নভেম্বর, ২০১৯

পদ্য - ৫৮

যদি কোন দেশ সহনশীলতা দিয়ে পরিচালিত হয়
জনজীবনে বয় স্বস্তির বাতাস, তারা অবলম্বন করে সততা।
আর যদি দেশ পরিচালিত হয় জুলুম আর নিপীড়ন দ্বারা,
জনজীবনে নেমে আসে হতাশা, আর তারা আঁকড়ে ধরে শঠতা।

যখন কোন শাসনব্যবস্থা জোর করে তার ইচ্ছা চাপিয়ে দেয়,
আদর্শ উচ্চ হলেও এর ফলাফল হয় নগন্য।
জনগনকে সুখী করার চেষ্টা করে,
কিন্তু ভিত্তি গড়ে দুঃখের।
জনগনকে নৈতিক করার চেষ্টা করে,
কিন্তু স্থাপিত হয় অনৈতিকতা।

এজন্যই জ্ঞানী ভালবাসে এমন উদাহরণ
যেখানে নিজের ইচ্ছার প্রকাশ থাকে না।
সে সূচারু ভাবে দেখিয়ে দেয়, কিন্তু খোলাসা করে বলে না।
দেখায় সুনির্দিষ্ট পথ, কিন্তু বলে না সে পথেই যেতে হবে।
দেখায় উজ্জ্বলতার প্রভা, কিন্তু তা চোখকে ঝলসায় না।


০৯ ডিসেম্বর ২০১৮ ০০:১৫

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পূর্ন বই ডাউনলোড করতে..

তাও তে চিং (মহান পথ..), চীনের প্রসিদ্ধ ধর্ম তাওবাদ-ধর্ম কিংবা তাওবাদ দর্শনের সূচনা এখান থেকেই। বইয়ের মূল লেখক হিসেবে ধারণা করা হয় লাওজি/লাও...