জগতের নিয়ম যেমন,
এ মহান পথ ধনুকের বাঁকের মত,
শীর্ষের অবস্থান নিচের দিকে, আর নিচু অংশ উঁচুতে
এটা ধনুক কে যেমন নিখুত ভারসাম্য এনে দেয়,
এ জন্য এটা লক্ষ্যেও পৌছায় নিখুঁত ভাবে।
এ পথও তেমন, বেশি থেকে নেয় আর কম কে দেয়।
যারা চেষ্টা করে সব দমিয়ে রাখতে,
যারা বলপ্রয়োগ করে ক্ষমতা চিরস্থায়ী করতে,
তাদের পথ এই মহান পথের বিরুদ্ধে যায়,
তারা গরীবদের আরো নিঃস্ব করে,
ধনীদের করে আরো ধনবান।
জ্ঞানী শুধু দিয়েই যায়,
কেননা তার কোন অভাব নেই, অফুরন্ত সম্পদ,
সে কিছু প্রত্যাশা করে না,
এভাবেই সে সফল হয়,
তার এই মহানুভবতায় কোন অহংকার থাকে না,
থাকে না শ্রেষ্ঠত্বের বড়াই।
০১ ডিসেম্বর ২০১৯ ২২:৩১
এ মহান পথ ধনুকের বাঁকের মত,
শীর্ষের অবস্থান নিচের দিকে, আর নিচু অংশ উঁচুতে
এটা ধনুক কে যেমন নিখুত ভারসাম্য এনে দেয়,
এ জন্য এটা লক্ষ্যেও পৌছায় নিখুঁত ভাবে।
এ পথও তেমন, বেশি থেকে নেয় আর কম কে দেয়।
যারা চেষ্টা করে সব দমিয়ে রাখতে,
যারা বলপ্রয়োগ করে ক্ষমতা চিরস্থায়ী করতে,
তাদের পথ এই মহান পথের বিরুদ্ধে যায়,
তারা গরীবদের আরো নিঃস্ব করে,
ধনীদের করে আরো ধনবান।
জ্ঞানী শুধু দিয়েই যায়,
কেননা তার কোন অভাব নেই, অফুরন্ত সম্পদ,
সে কিছু প্রত্যাশা করে না,
এভাবেই সে সফল হয়,
তার এই মহানুভবতায় কোন অহংকার থাকে না,
থাকে না শ্রেষ্ঠত্বের বড়াই।
০১ ডিসেম্বর ২০১৯ ২২:৩১
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন