শুক্রবার, ২৬ জুলাই, ২০১৯

পদ্য - ২১

নিঁখুত কাজের মানসিকতা,
অশেষ পূন্য,
আর সর্বোচ্চ ক্ষমতা
যারা সঠিক ভাবে এই পথ অনুসরণ করে
তাদেরই জন্য।
যদিও এর নিজের কোন গড়ন নেই
কিন্তু গড়তে পারে।
এর নিজের কোন আকার নেই।
কিন্তু আকারে আনতে জানে।
যদিও আঁধার আর শূন্যতায় ভরা,
এর প্রাণশক্তি সকল সৃষ্টিকে চালনা করে।
প্রশ্ন করতে পারো, "এটা কি সত্যি?"
আমি বলবো, "সকল সৃষ্টির দিকে তাকাও"।
সৃষ্টির প্রথম মুহূর্ত থেকে এখন পর্যন্ত এর অস্তিত্ব।
মহাবিশ্বের সাথে নিজেকে মিশিয়ে দেবার পথই এটা,।
সত্য না মিথ্যা কিভাবে বুঝতে পারি?
আমি নিজের মনের দিকে তাকাই, আর দেখি।

১৫ অক্টোবর ২০১৮ ২০:১৪

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পূর্ন বই ডাউনলোড করতে..

তাও তে চিং (মহান পথ..), চীনের প্রসিদ্ধ ধর্ম তাওবাদ-ধর্ম কিংবা তাওবাদ দর্শনের সূচনা এখান থেকেই। বইয়ের মূল লেখক হিসেবে ধারণা করা হয় লাওজি/লাও...