শনিবার, ১৩ জুলাই, ২০১৯

পদ্য - ১৮

যখন মহান পথ বিস্মৃতির অতলে তলায়,
জেগে উঠে শ্রদ্ধা ও ভক্তি।
যখন দেহ তার শক্তি হারায়,
বেড়ে যায় চতুরতা, জ্ঞান ও বুদ্ধি।
যখন স্বামী-স্ত্রীতে লেগে থাকে অশান্তি, খুনসুটি,
তখন ভালবাসা বেড়ে যায় সন্তানের প্রতি।
যখন দেশের বুকে নেমে আশে বিশৃঙ্খলা
তখন জন্ম নেয় দেশপ্রেম, শুরু হয় নব উদ্যোমে পথচলা।

০৯ অক্টোবর ২০১৮ ০২:২১

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পূর্ন বই ডাউনলোড করতে..

তাও তে চিং (মহান পথ..), চীনের প্রসিদ্ধ ধর্ম তাওবাদ-ধর্ম কিংবা তাওবাদ দর্শনের সূচনা এখান থেকেই। বইয়ের মূল লেখক হিসেবে ধারণা করা হয় লাওজি/লাও...