শনিবার, ১৩ জুলাই, ২০১৯

পদ্য - ১৭

যখন জ্ঞানী সবাইকে পরিচালনা করে,
মানুষ কদাচিৎ তার উপস্থিতি বুঝতে পারে।
তিনি যোগ্য নেতা যাকে সবাই ভালবাসে।
এরপর তার স্থান যাকে সবাই ভয় পায়।
আর সবচেয়ে বাজে হল যাকে কেউ মানেনা।

যদি মানুষদের বিশ্বাস না কর,
তারাও তোমায় অবিশ্বাস করবে।

জ্ঞানী কথার ফুলঝুরি ছোটায় না, কাজ করে।
যখন কাজ শেষ হয়,
মানুষ বলে, "কি দারুণ ভাবেই না কাজটি করলাম!"

০৮ অক্টোবর ২০১৮ ১৪:২৪

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পূর্ন বই ডাউনলোড করতে..

তাও তে চিং (মহান পথ..), চীনের প্রসিদ্ধ ধর্ম তাওবাদ-ধর্ম কিংবা তাওবাদ দর্শনের সূচনা এখান থেকেই। বইয়ের মূল লেখক হিসেবে ধারণা করা হয় লাওজি/লাও...