শনিবার, ১৩ জুলাই, ২০১৯

পদ্য - ১৯

জ্ঞান ও পবিত্রতা ছুড়ে ফেলো,
মানুষ একশ গুণ সুখী থাকবে।
ন্যায়-নৈতিকতা ছুড়ে ফেলো,
মানুষ সঠিক কাজই করবে।
কল-কারখানা আর লাভ কে হঠাও,
চুরির ভয় থাকবেই না।

যদি এই তিনটি কাজ করতে না পারো,
তবে নিজের মাঝে থাকো।
আর যার যা কাজ তাকে তাই করতে দাও।

১১ অক্টোবর ২০১৮ ১৪:১৮

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পূর্ন বই ডাউনলোড করতে..

তাও তে চিং (মহান পথ..), চীনের প্রসিদ্ধ ধর্ম তাওবাদ-ধর্ম কিংবা তাওবাদ দর্শনের সূচনা এখান থেকেই। বইয়ের মূল লেখক হিসেবে ধারণা করা হয় লাওজি/লাও...