শনিবার, ১৩ জুলাই, ২০১৯

পদ্য - ১৫

প্রাচীণ ঋষিগণ ছিলেন সূক্ষ্ম জ্ঞানের অধিকারী
তাদের প্রজ্ঞা ছিল অসীম
এগুলি বর্ণনা করার কোন উপায় নেই
আমরা শুধু তাদের ছোট্ট অংশ বলতে পারি
তারা ছিল খুবই সাবধান
যেমন থাকতে হয় অগ্নিশিখার উপর দিয়ে বরফের সেতু পারের সময়
তারা ছিল, শত্রুশিবিরে প্রবেশকারী যোদ্ধার মত সতর্ক
অতিথির মত বিনয়ী,
হৃদয়ে ছিল বরফ গলা প্রশান্তি,
সকল পরিবেশেই উপযোগী
উপত্যকার মত ধারণক্ষম
স্বচ্ছ  জলের মত পরিষ্কার

যতক্ষণ এক গ্লাস নোংরা জল থেকে ময়লা আলাদা না হয়
পারবে কি অপেক্ষা করতে?
পারবে কি চুপচাপ সব দেখে যেতে,
যতক্ষণ না সব নিজে থেকেই ঠিক হয়?

জ্ঞানী কখনো পূর্ণতা খোঁজে না
যেমন সে খোঁজে না, তেমনি ব্যাকুলও নয়
তার কাছে সবই সমান।

০৭ অক্টোবর ২০১৮ ২৩:২৮

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পূর্ন বই ডাউনলোড করতে..

তাও তে চিং (মহান পথ..), চীনের প্রসিদ্ধ ধর্ম তাওবাদ-ধর্ম কিংবা তাওবাদ দর্শনের সূচনা এখান থেকেই। বইয়ের মূল লেখক হিসেবে ধারণা করা হয় লাওজি/লাও...