শনিবার, ১৩ জুলাই, ২০১৯

পদ্য - ১৬

মন থেকে সকল দুশ্চিন্তা ঝেড়ে ফেলো।
হৃদয়কে শান্তিতে থাকতে দাও।
চেয়ে দেখো অশান্তি কিভাবে শুরু হয়,
আবার সব ফিরে যায় শূন্যতায়।

মহাবিশ্বের প্রত্যেক সৃষ্টি
ফিরে তার আপন ডেরায়।
যেখান থেকে এসেছিল, সেই ঠিকানায়।

তুমি যদি তোমার উৎস কী তাই না জানো
দুঃখ আর হতাশা বয়ে বেড়াতে হবে।
যখন জানবে কোথা হতে এসেছো,
তখন সকল রহস্য উন্মুক্ত হবে।
হৃদয় হবে প্রশান্তিময়।
মহান পথের মাঝে নিজেকে চালনা করো,
খুঁজে পাবে জীবনের সকল পরিস্থিতি মোকাবেলার উপায়।
আর যখন মৃত্যু এসে দুয়ারে দাঁড়াবে, তুমি থাকবে প্রস্তুত।

০৭ অক্টোবর ২০১৮ ২৩:৫৯

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পূর্ন বই ডাউনলোড করতে..

তাও তে চিং (মহান পথ..), চীনের প্রসিদ্ধ ধর্ম তাওবাদ-ধর্ম কিংবা তাওবাদ দর্শনের সূচনা এখান থেকেই। বইয়ের মূল লেখক হিসেবে ধারণা করা হয় লাওজি/লাও...