শনিবার, ১৩ জুলাই, ২০১৯

পদ্য - ১৩

সমাদর আর অপমান ভয় ডেকে আনে।
আর আত্ম-অহংকার নিজেকে ভোগায়।
কীভাবে সমাদর আর অপমান ভয় ডেকে আনে?
সমাদর বয়ে আনে অপমান।
সমাদৃত এটা হারাবার ভয়ে ভীত।
অপমানিত আরো অপমানের আশঙ্কায় ভীত।
তাই বলা যায় সমাদর আর অপমান ভয় ডেকে আনে।
কীভাবে আত্ম-অহংকার নিজেকে ভোগায়?
আমি বিষণ্ণ তখন যখন শুধু নিজেকে নিয়ে ভাবি।
কিন্তু যখন আমি সমস্ত সৃষ্টির,
তখন বিষণ্ণতা কীভাবে আসবে?
তাই যে নিজের মত সকলকে শ্রদ্ধা করে
তাকে জগতের মতই বিশ্বাস করা যায়।
আর যারা নিজের মত সবার খেয়াল রাখে
তাদেরকে জগতের মতই ভালবাসা যায়।

২২ সেপ্টেম্বর ২০১৮ ০০:৪৫

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পূর্ন বই ডাউনলোড করতে..

তাও তে চিং (মহান পথ..), চীনের প্রসিদ্ধ ধর্ম তাওবাদ-ধর্ম কিংবা তাওবাদ দর্শনের সূচনা এখান থেকেই। বইয়ের মূল লেখক হিসেবে ধারণা করা হয় লাওজি/লাও...