রবিবার, ৪ আগস্ট, ২০১৯

পদ্য - ২৬

ভেতরই বাহিরের ভিত্তি।
স্থিরতাই গতির উৎস।
ঋষি সমস্তদিন ভ্রমণ করেন,
নিজ গৃহে বসেই।
যদিও তার সমস্ত দেখাই চিন্তাকর্ষক,
তবু শান্ত মন নিয়ে সে সবই দেখতে পায়, যা সে চায়।
প্রতাপশালী সম্রাট কেন বোকার মত আচরণ করে?
যে সম্পদের নেশাতেই বিভোর,
সে নিজের সত্তাকেই ধ্বংস করে।
সত্তা ছাড়া তার মন হয়ে উঠে চঞ্চল।
আর চঞ্চলতা মনকে করে দুর্বল।
মন হয়ে যায় চিরতরে অক্ষম।

২১ অক্টোবর ২০১৮ ০৯:৩২

পদ্য - ২৫

মহাবিশ্ব সৃষ্টির আগে সেখানে নিখুঁত কিছু ছিল।
নিস্তব্ধ । শূন্যতা।
অনন্য। অপরিবর্তনীয়।
অসীম সময় জুড়ে, সেখানে সময়ও ছিলনা।
মহান পথ মহাজগতের জন্মদাত্রী মা।
কী নামে একে ডাকবো?
কোন নামই এর জন্য নিখুঁত নয়,
তাই একে "পথ" নামে ডাকলাম।

সকল কিছুর ভেতর-বাহিরে এর প্রবাহ।
সকল কিছুর আদি এবং অন্ত।
জন্ম, জীবন আর মৃত্যুর এক আবহ।

"পথ" মহান।
মহাবিশ্ব মহান।
পৃথিবী মহান।
মানুষ মহান।
এই চারটিকে বলা হয় পবীত্র শক্তি।

মানুষ অনুসরণ করে পৃথিবীকে,
পৃথিবী অনুসরণ করে মহাবিশ্বকে,
মহাবিশ্ব অনুসরন করে মহান পথ কে,
আর এই পথ শুধু নিজেকেই অনুসরন করে।

২১ অক্টোবর ২০১৮ ০১:৫৯

পদ্য - ২৪

আঙুলের ডগায় ভর দিয়ে বেশিক্ষণ
দাঁড়িয়ে থাকা যায় না নিশ্চয়ই
এগিয়ে যাওয়াও সম্ভব নয়।
যে নিজেকে নিয়ে মেতে থাকে
সে নিজের মাঝেই আটকে যায়
যে নিজের কথাই বলতে থাকে
সে নিজেকেই জানে না সে কে।
যে অন্যদের ক্ষমতা দিয়ে বেড়ায়,
কিছুই করতে পারেনা আপন ক্ষমতায়।
যে নিজের কাজকেই বড় ভাবে,
সে কিছুই পায় না কাজের মাঝে।

তুমি যদি মহান পথে চলতে চাও
তবে প্রস্তুতি নাও, আর এগিয়ে যাও।

১৭ অক্টোবর ২০১৮ ২২:০৮

সম্পূর্ন বই ডাউনলোড করতে..

তাও তে চিং (মহান পথ..), চীনের প্রসিদ্ধ ধর্ম তাওবাদ-ধর্ম কিংবা তাওবাদ দর্শনের সূচনা এখান থেকেই। বইয়ের মূল লেখক হিসেবে ধারণা করা হয় লাওজি/লাও...