রবিবার, ৪ আগস্ট, ২০১৯

পদ্য - ২৬

ভেতরই বাহিরের ভিত্তি।
স্থিরতাই গতির উৎস।
ঋষি সমস্তদিন ভ্রমণ করেন,
নিজ গৃহে বসেই।
যদিও তার সমস্ত দেখাই চিন্তাকর্ষক,
তবু শান্ত মন নিয়ে সে সবই দেখতে পায়, যা সে চায়।
প্রতাপশালী সম্রাট কেন বোকার মত আচরণ করে?
যে সম্পদের নেশাতেই বিভোর,
সে নিজের সত্তাকেই ধ্বংস করে।
সত্তা ছাড়া তার মন হয়ে উঠে চঞ্চল।
আর চঞ্চলতা মনকে করে দুর্বল।
মন হয়ে যায় চিরতরে অক্ষম।

২১ অক্টোবর ২০১৮ ০৯:৩২

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পূর্ন বই ডাউনলোড করতে..

তাও তে চিং (মহান পথ..), চীনের প্রসিদ্ধ ধর্ম তাওবাদ-ধর্ম কিংবা তাওবাদ দর্শনের সূচনা এখান থেকেই। বইয়ের মূল লেখক হিসেবে ধারণা করা হয় লাওজি/লাও...