বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০১৯

পদ্য - ৩৩

যে অন্যদের বুঝতে পারে সে বুদ্ধিমান;
যে নিজেকে বুঝতে পারে সে প্রজ্ঞাবান।
যে অন্যের বিরুদ্ধে জয়ী হয় সে শক্তিমান;
আর যে নিজের বিরুদ্ধে জিতে সেই প্রকৃত ক্ষমতাবান।

যদি বুঝতে পারো তোমার সবই আছে
তবেই তুমি প্রকৃত সমৃদ্ধ।
যে নিজের মত বাঁচে, হয়তো সে পায় দীর্ঘজীবন;
আর যে এই মহান পথের পথিক, সে লাভ করে অনন্ত মহাজীবন।


০৫ নভেম্বর ২০১৮ ২৩:০৭

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পূর্ন বই ডাউনলোড করতে..

তাও তে চিং (মহান পথ..), চীনের প্রসিদ্ধ ধর্ম তাওবাদ-ধর্ম কিংবা তাওবাদ দর্শনের সূচনা এখান থেকেই। বইয়ের মূল লেখক হিসেবে ধারণা করা হয় লাওজি/লাও...