বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০১৯

পদ্য - ৩৪

মহান পথের প্রবাহ সর্বত্র
সবকিছু কে এনে দেয় পূর্ণতা
সকল কিছুর অস্তিত্বের মূলে এই পথ,
অনন্ত, অসীম।

এটা বিশেষ কিছুকে প্রাধান্য দেয় না, এর কাছে সবই সমান
সবার অলক্ষ্যে পূরণ করে যায় চাহিদা
সকলকে পালন করে এবং রক্ষা করে কিন্তু প্রভুত্ব করে না
তাই এটিকে বলা হয় "সর্বশ্রেষ্ঠ"
জ্ঞানীও এমন-
সে কখনো তার মহত্বের প্রচার করে না
এমনকী এটা নিয়ে ভাবেও না
এর চেয়ে মহান আর কী হতে পারে?


০৬ নভেম্বর ২০১৮ ১২:২৬

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পূর্ন বই ডাউনলোড করতে..

তাও তে চিং (মহান পথ..), চীনের প্রসিদ্ধ ধর্ম তাওবাদ-ধর্ম কিংবা তাওবাদ দর্শনের সূচনা এখান থেকেই। বইয়ের মূল লেখক হিসেবে ধারণা করা হয় লাওজি/লাও...