বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০১৯

পদ্য - ৩২

মহান পথের সীমানা বুঝে ফেলা যায় না।
অতি ক্ষুদ্র,
তবু ধারণ করে অগুনিত ছায়াপথ।

যদি ক্ষমতাবান ব্যাক্তি এই মহান পথে নিজেকে পরিচালিত করতে পারে,
তার নেতৃত্বে থাকবে সাম্যতা,
পৃথিবী হবে স্বর্গীয়।
সকল মানুষ খুঁজে পাবে প্রশান্তি,
আর সকল আইন ধারণ করবে তাদের হৃদয়।

যখন তোমার অস্তিত্ব রয়েছে,
তুমি জানো এটা চিরস্থায়ী নয়।
যখন তোমার যাত্রা শুরু হয়েছে,
তুমি জানো একসময় থামতে হবে।
তবে যদি জানতে পারো কখন থামবে,
এড়াতে পারবে আসন্ন ভয়।

সকল কিছুর গন্তব্য এই পথ,
যেমন নদী মিশে যায় সমুদ্রে।


০৪ নভেম্বর ২০১৮ ২২:২১

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পূর্ন বই ডাউনলোড করতে..

তাও তে চিং (মহান পথ..), চীনের প্রসিদ্ধ ধর্ম তাওবাদ-ধর্ম কিংবা তাওবাদ দর্শনের সূচনা এখান থেকেই। বইয়ের মূল লেখক হিসেবে ধারণা করা হয় লাওজি/লাও...