কঠোরতার সাথে কোমলতা মেশাও।
উজ্জ্বলতার সাথে রাখো নিষ্প্রভতা।
মহানুভবতার সাথে রাখো নীচতা।
তবেই তোমার সাথে থাকবে সমস্ত দুনিয়া।
যখন জগৎ তোমার সাথে থাকবে
মহান পথে কখনই পথ হারাবে না,
তুমি থাকবে সদ্য জন্মানো শিশুর মত।
সাদাকে জানতে হলে
সাথে রাখতে হবে কালো:
জগতের ধাঁচই এটা।
যদি জগতের এই ধাঁচ বুঝতে পারো,
তোমার মনের পথ আরো প্রশস্থ হবে
আর তোমার অসাধ্য কিছুই থাকবে না।
নিজেকে জানতে হলে
অন্যদেরও জানতে হবে,
মেনে নিতে হবে জগতকে সে যেমন আছে।
যদি তাই পারো,
এই মহান পথ তোমার ভেতরকে আলোকিত করবে
তুমি খুঁজে পাবে তোমার আদি সত্তা।
জগৎ তৈরী হয়েছে শূন্যতা দিয়ে,
কাঠের টুকরা দিয়ে যেমন তৈরী হয় ব্যবহারের জিনিস।
জ্ঞানী মন সম্বন্ধে ভাল ধারণা রাখেন
তাই তিনি ব্যবহার করতে পারেন সমস্ত উপকরণ।
২৮ অক্টোবর ২০১৮ ২৩:৫৮
প্রাচীন চৈনিক দর্শন যা পরবর্তীতে ধর্মে পরিণত হয়। যতদূর জানা যায় লাওজি(Laozi) নামক দার্শনিক খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতকে এটা রচনা করেছিলেন। আমার সীমিত জ্ঞানের কারণে ইংরেজি থেকে অনুবাদ করতে হচ্ছে, তবে মজার বিষয় হল আমি বেশ কিছু অনুবাদ পড়েছি, প্রত্যেকটি নিজস্ব তেজে মহীয়ান। যদিও মূল সুর প্রায় একই। মোট ৮১টি পদ্যের সমন্বয়ে বইটি গঠিত। সাধ্যমত চেষ্টা করা হয়েছে ভাবানুবাদের প্রাঞ্জলতা ধরে রাখার। প্রচেষ্টা কতটুকু স্বার্থক হয়েছে তা পাঠক ছাড়া আর কেউ বলতে পারবে না!
রবিবার, ২৭ অক্টোবর, ২০১৯
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
সম্পূর্ন বই ডাউনলোড করতে..
তাও তে চিং (মহান পথ..), চীনের প্রসিদ্ধ ধর্ম তাওবাদ-ধর্ম কিংবা তাওবাদ দর্শনের সূচনা এখান থেকেই। বইয়ের মূল লেখক হিসেবে ধারণা করা হয় লাওজি/লাও...
-
তাও তে চিং (মহান পথ..), চীনের প্রসিদ্ধ ধর্ম তাওবাদ-ধর্ম কিংবা তাওবাদ দর্শনের সূচনা এখান থেকেই। বইয়ের মূল লেখক হিসেবে ধারণা করা হয় লাওজি/লাও...
-
সত্য বাক্যে থাকে না মনের মাধুরী, মিথ্যা বাক্য করে শব্দের বাহাদুরী। জ্ঞানীরা কখনো খুঁজে না অন্যের দোষ, যারা দোষ খুঁজে তারা জ্ঞানী নয়, ভণ্...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন