রবিবার, ২৭ অক্টোবর, ২০১৯

পদ্য - ২৯

তুমি কি সবাইকে শ্রেষ্ঠ করতে চাও?
মনে হয় না এটা সম্ভব।

এ জগৎ পবিত্র।
একে আর পবিত্র করা যাবে না।
যদি জোর করে কার্য সিদ্ধি করতে চাও, তবে বিফল হবে।
যদি সকলকে হাতের পুতুল ভাবো, তবে তা হারাবে।

সময় এখন এগিয়ে যাবার,
সময় এখন পিছিয়ে পড়ার,
সময় এখন চঞ্চলতার,
সময় এখন জিরিয়ে নেবার,
সময় এখন শক্তিমত্তার,
সময় এখন দূরে সরবার,
সময় এখন নিরাপদে থাকার,
সময় এখন বিপদে পড়ার।

জ্ঞানী সবই দেখেন তাদের মত করে,
কিন্তু নিয়ন্ত্রণের চেষ্টা করেন না।
সে তাদের নিজেদের পথে যেতে দেন।
এজন্যই তিনি সবার মাঝেই বিরাজ করেন।


০২ নভেম্বর ২০১৮ ১৯:১৭

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পূর্ন বই ডাউনলোড করতে..

তাও তে চিং (মহান পথ..), চীনের প্রসিদ্ধ ধর্ম তাওবাদ-ধর্ম কিংবা তাওবাদ দর্শনের সূচনা এখান থেকেই। বইয়ের মূল লেখক হিসেবে ধারণা করা হয় লাওজি/লাও...