বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০১৯

পদ্য - ৩১

অস্ত্র ধ্বংসের যন্ত্র।
সকল সভ্য মানুষের কাছে এ যেন ঘৃণিত মন্ত্র।

অস্ত্র ভয় ছড়ায়।
সুশাসক এটা এড়িয়ে চলে যদিনা প্রয়োগ না করলেই নয়।
তখন নেহায়তই অস্ত্র প্রয়োগে বাধ্য হয়,
তবে অবলম্বন করে ভীষণ সতর্কতা,
শান্তি প্রতিষ্ঠার দিকেই থাকে সর্বোচ্চ নজর।
যদি অশান্তি লেগেই থাকে, তা কি মেনে নেওয়া যায়?
শত্রুরা শয়তান নয়, মানুষ তারা,
তার মতই একই রক্ত-মাংসে গড়া।
সে ব্যক্তিগতভাবে তাদের অনিষ্ট কামনা করে না,
এমনকি বিজয়ের গৌরবও তার কাছে কিছু নয়,
হত্যায় আবার কিসের গৌরব?

সে বিষণ্ণ হৃদয় নিয়ে যুদ্ধে যায়
যেনো এসেছে প্রিয়জনের জানাযায়।


০৩ নভেম্বর ২০১৮ ০০:৩৯

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পূর্ন বই ডাউনলোড করতে..

তাও তে চিং (মহান পথ..), চীনের প্রসিদ্ধ ধর্ম তাওবাদ-ধর্ম কিংবা তাওবাদ দর্শনের সূচনা এখান থেকেই। বইয়ের মূল লেখক হিসেবে ধারণা করা হয় লাওজি/লাও...