রবিবার, ১৭ নভেম্বর, ২০১৯

পদ্য - ৫৫

যে এই মহান পথে পদচারণা করে সে পরিণত হয় সদ্য জন্মানো শিশুর মত,
নিষ্পাপ, নিষ্কলঙ্ক।
বিষাক্ত অহংকার তাকে গ্রাস করে না।
বন্য হিংস্রতা তাকে ছুঁতে পারে না।
সবাই তাকে ভালবাসা দিয়ে আগলে রাখতে চায়।
সে পরিণত হয় জগতের দুইটি বিপরীত সত্তার প্রকৃত মেল-বন্ধন।
সে চাইলে কিছু না করেই জগতের তালে তাল মেলাতে পারে।

জগতের ছন্দ জানলে- সামনে আসে অনন্ত,
অনন্তের মাঝে বিচরণে- আলোকিত হয় সব, জ্ঞানের আলোয়।
"পূর্ণ জীবন", তোমার জন্য উপহার।
পবিত্র হৃদয় - তোমার শক্তির উৎস।
এগুলো মহান পথের ছন্দ।
যখন কোন কিছুকে বল প্রয়োগে বাধ্য করা হয়, তা স্থায়ী নয়,
মহান পথ তাকে সাথে রাখে না।
আর যা এ মহান পথের সাথে থাকে না, তার বিলীন আসন্ন।


০৫ ডিসেম্বর ২০১৮ ০২:৪৭

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পূর্ন বই ডাউনলোড করতে..

তাও তে চিং (মহান পথ..), চীনের প্রসিদ্ধ ধর্ম তাওবাদ-ধর্ম কিংবা তাওবাদ দর্শনের সূচনা এখান থেকেই। বইয়ের মূল লেখক হিসেবে ধারণা করা হয় লাওজি/লাও...