রবিবার, ১৭ নভেম্বর, ২০১৯

পদ্য - ৫৬

যারা জানে তারা বেশি কথা বলে না।
যারা বেশি কথা বলে তারা জানে না।

মুখ বন্ধ করো
অনুভূতি ত্যাগ করো।
জ্ঞানকে প্রসারিত করো।
দৃষ্টিকে মনে আবদ্ধ করো।
মনের বাঁধন খুলে দাও।
ধূলিকণার মত এক হয়ে যাও জগতের সাথে।
একে বলে "মনের আলিঙ্গন"।

যে এটা জানে,
সে কখনো জড়ায় না- পবিত্র বাঁধনে অথবা অপবিত্রতায়।
তার কিছু যায় আসে না - ধনসম্পদে অথবা দারিদ্রতায়।
তাকে কখনো ছোঁয় না - মান-মর্যাদা অথবা ঘৃণা।
এসব থেকে সে থাকে বহু দূরে, সাজানো আপন মনের আঙিনা।
তার হৃদয় অবস্থান করে পবিত্রতম স্থানে।


০৫ ডিসেম্বর ২০১৮  ০৩:১৫

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পূর্ন বই ডাউনলোড করতে..

তাও তে চিং (মহান পথ..), চীনের প্রসিদ্ধ ধর্ম তাওবাদ-ধর্ম কিংবা তাওবাদ দর্শনের সূচনা এখান থেকেই। বইয়ের মূল লেখক হিসেবে ধারণা করা হয় লাওজি/লাও...