শুক্রবার, ১৫ নভেম্বর, ২০১৯

পদ্য - ৫০

জ্ঞানী সব সময় নিজেকে সময়ের ঊর্ধ্বে রাখে
সে জানে একদিন তার সময় ফুরাবে,
কোন ভাবেই থামানো যাবে না এ পরিণতি।
তার মনে কোন দ্বিধা নেই।
তার দেহের জন্য ভাবনা নেই।
সে এসব নিয়ে ভাবে না।
সকল কিছু ক্ষুদ্রতা থেকে বের হয়ে জগতের সাথে মিশে যাবে।
জীবন থেকে সে কিছু পাওয়ার আশা করে না।
এজন্য সে সব সময়ই মৃত্যুর জন্য প্রস্তুত,
যেমন দিন শেষে ক্লান্ত চোখে ঘুম নেমে আসে।


২১ নভেম্বর ২০১৮ ১৪:৫৬

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পূর্ন বই ডাউনলোড করতে..

তাও তে চিং (মহান পথ..), চীনের প্রসিদ্ধ ধর্ম তাওবাদ-ধর্ম কিংবা তাওবাদ দর্শনের সূচনা এখান থেকেই। বইয়ের মূল লেখক হিসেবে ধারণা করা হয় লাওজি/লাও...