শুক্রবার, ১৫ নভেম্বর, ২০১৯

পদ্য - ৫১

মহাজগতের প্রত্যেকটি সৃষ্টি মহান পথ কে প্রকাশ করে।
এ পথ অস্তিত্বের নির্মাতা।
এ পথ সূচনা করে গন্তব্য, প্রকৃতির তৈরী করে দেহ।
এজন্যই সতঃস্ফুর্ত ভাবে সবাই এ পথ কে সম্মান করে।

এ মহান পথ প্রত্যেক সৃষ্টির জন্মদাতা,
এটা তাদের খাবার জোগায়, পালন করে,
আগলে রাখে, রক্ষা করে, আবার নিজের কাছে নিয়ে আসে।

কোন প্রক্রিয়া ছাড়াই সৃষ্টি করে।
কোন প্রত্যাশা ছাড়াই কাজ করে।
আধিপত্য বিস্তার না করেই গন্তব্য দেখায়।
এই মহান পথ কে ভালবাসার এটাই আসল কারণ।


২৬ নভেম্বর ২০১৮ ‌১৫:৪৮

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পূর্ন বই ডাউনলোড করতে..

তাও তে চিং (মহান পথ..), চীনের প্রসিদ্ধ ধর্ম তাওবাদ-ধর্ম কিংবা তাওবাদ দর্শনের সূচনা এখান থেকেই। বইয়ের মূল লেখক হিসেবে ধারণা করা হয় লাওজি/লাও...