শুক্রবার, ১৫ নভেম্বর, ২০১৯

পদ্য - ৪৯

জ্ঞানীর নিজের কোন মন নেই,
সকলের মনেই তিনি বাস করেন।

ভাল মানুষদের তিনি কাছে টানেন।
খারাপ মানুষদেরও তিনি আপন ভাবেন।
এটাই প্রকৃত মহানুভবতা।

যারা বিশ্বাসী তাদের তিনি বিশ্বাস করেন।
যারা বিশ্বাসঘাতক, তাদেরও তিনি বিশ্বাস করেন।
এটাই প্রকৃত "বিশ্বাস"।

জ্ঞানীর মন শূন্যতার মত।
মানুষ সেটা বুঝতে পারে না।
তারা তাকে দেখে আর বিস্মিত হয়।
তিনি তাদের নিজের সন্তানের মতই ভালবাসেন। 


১৮ নভেম্বর ২০১৮ ২২:৩২

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পূর্ন বই ডাউনলোড করতে..

তাও তে চিং (মহান পথ..), চীনের প্রসিদ্ধ ধর্ম তাওবাদ-ধর্ম কিংবা তাওবাদ দর্শনের সূচনা এখান থেকেই। বইয়ের মূল লেখক হিসেবে ধারণা করা হয় লাওজি/লাও...