শনিবার, ২ নভেম্বর, ২০১৯

পদ্য - ৪৪

খ্যাতি আর সততা: কোনটা বেশি প্রয়োজনীয়?
টাকা আর সুখ: কোনটা বেশি দরকারী?
সফলতা আর ব্যর্থতা: কোনটা বেশি ধ্বংসাত্মক?

কার্যদ্ধারের জন্য যদি অন্যদের উপর নির্ভর করতে হয়
যা চেয়েছো তা কখনই পাবে না।
তোমার সুখ যদি টাকার উপর নির্ভরশীল হয়
তবে কোন দিনও প্রকৃত সুখী হতে পারবে না।

তোমার যা আছে তা নিয়েই সন্তুষ্ট হও;
সেগুলু সাজিয়েই জীবন সাজাও।
যখন বুঝতে পারবে তোমার সবই আছে,
সমস্ত দুনিয়াই তোমার পাশে থাকবে। 


১৭ নভেম্বর ২০১৮ ২২:১৪

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পূর্ন বই ডাউনলোড করতে..

তাও তে চিং (মহান পথ..), চীনের প্রসিদ্ধ ধর্ম তাওবাদ-ধর্ম কিংবা তাওবাদ দর্শনের সূচনা এখান থেকেই। বইয়ের মূল লেখক হিসেবে ধারণা করা হয় লাওজি/লাও...