শনিবার, ২ নভেম্বর, ২০১৯

পদ্য - ৪৩

জগতের সবচেয়ে কোমলতা
জয় করে নির্মম কঠোরতা।
জগতের শূন্যতা
পূর্ণ করে সব অপূর্ণতা।
এ থেকে ধারণা পাই,
ধীর-স্থিরতা অস্থিরতার চেয়ে ভাল।
আর বেশি কথার চেয়ে নিরবতা শ্রেয়।
কথা না বলেই শেখানো,
আর কিছু না করেই সব করা।
এটাই জ্ঞানীর পন্থা।


১৭ নভেম্বর ২০১৮ ১৭:০৫

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পূর্ন বই ডাউনলোড করতে..

তাও তে চিং (মহান পথ..), চীনের প্রসিদ্ধ ধর্ম তাওবাদ-ধর্ম কিংবা তাওবাদ দর্শনের সূচনা এখান থেকেই। বইয়ের মূল লেখক হিসেবে ধারণা করা হয় লাওজি/লাও...