শনিবার, ২ নভেম্বর, ২০১৯

পদ্য - ৪২

মহান পথ জীবন স্থাপন করলো একটি
সেই একটি জন্ম দিল দুইটি
দুইটি থেকে হল তিনটি
আর এই তিনটি থেকেই এলো সমস্ত প্রাণ।

দুইটি বিপরীত সত্ত্বা নিয়েই সমস্ত জগৎ , সমস্ত কিছু।
যখন দুইটি সত্ত্বা মিলিত হয়, সৃষ্টি হয় বিশুদ্ধ স্পন্দন।

সাধারণ মানুষ নিঃসঙ্গতাকে ঘৃণা করে।
কিন্তু জ্ঞানী এটা ব্যবহার করে,
একাকিত্বকে ভালবেসে সে অনুভব করে
সমস্ত জগৎ থাকে তার হৃদয় জুড়ে।


১৭ নভেম্বর ২০১৮ ১৬:৫১

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পূর্ন বই ডাউনলোড করতে..

তাও তে চিং (মহান পথ..), চীনের প্রসিদ্ধ ধর্ম তাওবাদ-ধর্ম কিংবা তাওবাদ দর্শনের সূচনা এখান থেকেই। বইয়ের মূল লেখক হিসেবে ধারণা করা হয় লাওজি/লাও...