শুক্রবার, ১৫ নভেম্বর, ২০১৯

পদ্য - ৫২

সবার প্রথমে ছিল এই মহান পথ।
সকল কিছু সেখান থেকে এসেছে;
সকল কিছু আবার সেখানেই ফিরে যাবে।

প্রকৃত সত্তাকে খুঁজে পেতে অনুসরণ করতে হয় এই পথ
যখন তুমি তা খুঁজে পাবে, থেমে যাবে দুঃখ নামের রথ।

যদি নিজের মন কে বাসনা দিয়ে আটকে রাখো
তোমার হৃদয়ে বইবে দুঃখ স্রোত।
যদি নিজের মনকে বাসনামুক্ত রাখতে পারো
ধুয়ে যাবে সকল কালিমা, হৃদয়ে বইবে সুখের স্রোত।

কিছু না দেখার মাঝে দেখা হল বোঝার ক্ষমতা।
কিভাবে সব সৃষ্টি হল তা জানাকে বলে সক্ষমতা।
আপন আলোয় পথ দেখো,
এবং চলে যাও এর উৎসে।
একে বলে অনন্তের চর্চা।


২৬ নভেম্বর ২০১৮ ১৬:১৮

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পূর্ন বই ডাউনলোড করতে..

তাও তে চিং (মহান পথ..), চীনের প্রসিদ্ধ ধর্ম তাওবাদ-ধর্ম কিংবা তাওবাদ দর্শনের সূচনা এখান থেকেই। বইয়ের মূল লেখক হিসেবে ধারণা করা হয় লাওজি/লাও...