শুক্রবার, ১৫ নভেম্বর, ২০১৯

পদ্য - ৫৩

জীবনের আসল পথে চলা সহজ,
কিন্তু মানুষ ভালবাসে বিকল্প পথ।
সকল কিছু ভারসাম্য হারানোর আগে সচেতন মনে ভাবো,
মহান পথের মাঝে থাকো।

যখন সমাজে ধনী ফাটকাবাজদের দল বেড়ে যায়,
কৃষক তার সম্বল হারায়,
রাষ্ট্র সমস্যা সমাধানে না গিয়ে অস্ত্র কেনায় বেশি আগ্রহ পায়,
বেপরোয়া হয়ে উঠে ধনিক সমাজ,
গরীব মানুষের পিঠ দেয়ালে ঠেকে যায়,
চারদিকে বেড়ে যায় হানাহানি আর নৈরাজ্য,
তখনই বুঝে নিও, সে সমাজ মহান পথে নেই।


২৮ নভেম্বর ২০১৮ ১৯:০৭

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পূর্ন বই ডাউনলোড করতে..

তাও তে চিং (মহান পথ..), চীনের প্রসিদ্ধ ধর্ম তাওবাদ-ধর্ম কিংবা তাওবাদ দর্শনের সূচনা এখান থেকেই। বইয়ের মূল লেখক হিসেবে ধারণা করা হয় লাওজি/লাও...