শনিবার, ২ নভেম্বর, ২০১৯

পদ্য - ৪১

যখন উচ্চ মনের মানুষ এ পথের কথা শুনে,
সে এই পথে যেতে সর্বোচ্চ চেষ্টা করে।
যখন মধ্যম মনের মানুষ এর কথা শুনে,
কিছুটা বিশ্বাস আর কিছুটা অবিশ্বাস জাগে তার মনে।
যখন নিম্ন মনের মানুষ এর কথা শুনে,
সে অট্টহাসিতে উপহাস করে,
যদি সে উপহাস না করে, তবে বুঝতে হবে সে এর কথা শুনে নি!

একজন জ্ঞানী বলেছিলেন,
সঠিক পথ কে ঝাঁপসা মনে হয়।
সোজা পথ কে মনে হয় বাঁকা।
নিশ্চিত পথ কে মনে হয় অনিশ্চয়তা দিয়ে ঘেরা।
সর্বোচ্চ ক্ষমতা কে মনে হয় দূর্বলতা।
আসল খাঁটি কে মনে হয় খাদ মেশানো।
অধিক প্রাচুর্যতা কে মনে হয় শূন্যতা।
চিরস্থির কে মনে হয় কম্পমান।
প্রকৃত সত্য কে মনে হয় মিথ্যা।
আকাশের কোন সীমানা থাকে না।
প্রকৃত ভালবাসা কখনো বদলায় না।

যখন কেউ শেখা শুরু করে, সে কিছুই জানে না,
কিন্তু যখন সে চেষ্টার পর চেষ্টা করে আয়ত্ব করে, মানুষ ভাবে- কত্ত মেধাবী!
শূন্য পাত্র শব্দ করে না, কিন্তু যদি আঘাত করা হয়, ঝঙ্কার দিয়ে উঠে।
এ মহান পথ আঁধারে থেকে জগৎ কে সাজায় আলোয় আলোয়।


১৬ নভেম্বর ২০১৮ ২২:২৯

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পূর্ন বই ডাউনলোড করতে..

তাও তে চিং (মহান পথ..), চীনের প্রসিদ্ধ ধর্ম তাওবাদ-ধর্ম কিংবা তাওবাদ দর্শনের সূচনা এখান থেকেই। বইয়ের মূল লেখক হিসেবে ধারণা করা হয় লাওজি/লাও...