মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০১৯

পদ্য - ৬৮

ভালো খেলোয়াড় দক্ষ প্রতিপক্ষ আশা করে।
চৌকশ সেনাপতি অনায়াসে প্রবেশ করে শত্রুর মনের ঘরে।
ঝানু ব্যবসায়ী বুঝতে পারে খদ্দেরদের চাহিদা।
সেরা নেতা জনতার কাঙ্খিত পথেই চলে।
সে নিজেকে তাদের চেয়ে বড় দাবি করে না,
সে সবার চেয়ে ছোট থাকার চেষ্টা করে।
এই গুণই তাকে বসায় অনন্য উচ্চতায়,
যেখানে কেউ তাকে প্রতিপক্ষ ভাবে না।
এ নীতি স্বর্গীয়,
এই সেই পুরানো পথ, যা নিয়ে যায় পরিপূর্ণতায়।


০৮ জানুয়ারী ২০১৯ ১২:৩৫

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পূর্ন বই ডাউনলোড করতে..

তাও তে চিং (মহান পথ..), চীনের প্রসিদ্ধ ধর্ম তাওবাদ-ধর্ম কিংবা তাওবাদ দর্শনের সূচনা এখান থেকেই। বইয়ের মূল লেখক হিসেবে ধারণা করা হয় লাওজি/লাও...