মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০১৯

পদ্য - ৬৭

একদল মনে করে আমার এই শিক্ষণীয় প্রয়াস একদম ফালতু,
অন্যদল ভাবে, "অমৃত বানী", তবে এ যুগে অচল।
যারা নিজের ভেতরে তাকাবে, মনের চোখে দেখবে
তারা খুঁজে পাবে এই 'ফালতু'র মাঝেই 'মহান' কিছু।
আর যারা এগুলি চর্চা করবে, তারা বুঝবে, এগুলি সকল সময়ে সচল।

শেখানোর জন্য মাত্র তিনটা জিনিসই আমার আছে,
সরলতা, ধৈর্য এবং সমবেদনা।
এই তিনটি জিনিসই তোমার জীবনের শ্রেষ্ঠ সম্পদ।
চিন্তা এবং কর্মে সরলতা বজায় রাখো,
খুঁজে পাবে মনের প্রকৃত উৎস।
বন্ধু এবং শত্রু উভয়ের প্রতি ধৈর্যশীল হও,
বুঝতে পারবে প্রকৃত সত্য।
সমবেদনা রাখো নিজের প্রতি,
সমস্ত জগত তোমার হয়ে যাবে।


৮ জানুয়ারী ২০১৯  ০২:২৬

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পূর্ন বই ডাউনলোড করতে..

তাও তে চিং (মহান পথ..), চীনের প্রসিদ্ধ ধর্ম তাওবাদ-ধর্ম কিংবা তাওবাদ দর্শনের সূচনা এখান থেকেই। বইয়ের মূল লেখক হিসেবে ধারণা করা হয় লাওজি/লাও...