মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০১৯

পদ্য - ৬৬

সকল নদী তার জলধারা বিলিয়ে দেয় সাগরকে
কারণ সাগর তার চেয়ে নিচুতে থাকে।
নম্রতা এমনই গুণ যা এনে দিতে পারে অচিন্তনীয় ক্ষমতা।

যদি তুমি মানুষদের তোমার পথে আনতে চাও,
তোমাকে অবশ্যই বিনয়ী এবং নম্র হতে হবে,
"আমি তাদের চেয়ে সেরা", এমনটা মন থেকে দূর করতে হবে।
যদি গণমানুষের নেতা হতে চাও,
তোমাকে এমন ভাবে চলতে হবে যেন তারাই তোমায় পথ দেখাচ্ছে।

জ্ঞানী সবার উপরে থাকে, তবু কেউ অনুভব করে না তারা নিচে।
সে সবার সামনে থাকে, তবু কেউ ভাবতে পারে না তারা পেছনে।
সমস্ত জগতই তার প্রতি কৃতজ্ঞ থাকে।
কারণ সে কাউকে প্রতিদ্বন্দ্বী ভাবে না,
এজন্য কেউই তার সাথে প্রতিযোগিতায় মাতে না।


০৮ জানুয়ারী ২০১৯ ; ০১:৫৯

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পূর্ন বই ডাউনলোড করতে..

তাও তে চিং (মহান পথ..), চীনের প্রসিদ্ধ ধর্ম তাওবাদ-ধর্ম কিংবা তাওবাদ দর্শনের সূচনা এখান থেকেই। বইয়ের মূল লেখক হিসেবে ধারণা করা হয় লাওজি/লাও...