জীবনের শুরুতে আমরা থাকি কোমল আর প্রাণবন্ত
জীবনের শেষ পথে হয়ে যাই রুক্ষ আর অনুভূতিহীন
সব কিছুই একই নিয়মের পরিবর্তিত হয়,
সবুজ ঘাস, কত সবুজ আর কোমল, হয়ে যায় শুষ্ক আর ঝুরঝুরে।
তাই বলা যায়, কোমলতা আর নমনীয়তা জীবনের সহচর
রুক্ষতা আর অনমনীয়তা মৃত্যুর দোসর।
দেশ রক্ষায় যদি নতুনদের যোগদান না থাকে, তা টেকসই নয়,
ঝড়ের সামনে মাথা না নোয়ালে গাছ, মুখ থুবড়ে পড়ে রয়।
এটাই প্রকৃতির নিয়ম, নিজস্বতা
কঠিনতা আর অনমনীয়তা নেমে আসে নির্মম পরাজয়,
কোমলতা আর নম্রতা উজ্জ্বাপন করে বিজয়।
১৯ জানুয়ারী ২০১৯ ২৩:৫৯
জীবনের শেষ পথে হয়ে যাই রুক্ষ আর অনুভূতিহীন
সব কিছুই একই নিয়মের পরিবর্তিত হয়,
সবুজ ঘাস, কত সবুজ আর কোমল, হয়ে যায় শুষ্ক আর ঝুরঝুরে।
তাই বলা যায়, কোমলতা আর নমনীয়তা জীবনের সহচর
রুক্ষতা আর অনমনীয়তা মৃত্যুর দোসর।
দেশ রক্ষায় যদি নতুনদের যোগদান না থাকে, তা টেকসই নয়,
ঝড়ের সামনে মাথা না নোয়ালে গাছ, মুখ থুবড়ে পড়ে রয়।
এটাই প্রকৃতির নিয়ম, নিজস্বতা
কঠিনতা আর অনমনীয়তা নেমে আসে নির্মম পরাজয়,
কোমলতা আর নম্রতা উজ্জ্বাপন করে বিজয়।
১৯ জানুয়ারী ২০১৯ ২৩:৫৯